ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

বিপিএলের ধারাভাষ্যে যোগ হচ্ছেন অ্যামব্রোস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ৯ জানুয়ারি ২০২৩  

বিপিএলের ধারাভাষ্যে যোগ হচ্ছেন অ্যামব্রোস

বিপিএলের ধারাভাষ্যে যোগ হচ্ছেন অ্যামব্রোস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ধারাভাষ্য দিতে গতকাল (রোববার) বাংলাদেশে এসেছেন স্যার কার্টলি অ্যামব্রোস। সাবেক এই ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটারের ঢাকা পৌঁছানোর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির সে ভিডিও বার্তায় সাবেক কিংবদন্তি এ পেসার বলেন, ‘ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি। এখানে বিপিএলের অংশ হতেই এসেছি। তবে ক্রিকেট খেলতে আসিনি, এমন কিছুর প্রত্যাশা করে ফেলবেন না যেন।’

ধারাভাষ্যকার হিসেবে অ্যামব্রোস খুব বেশি পরিচিত অথবা জনপ্রিয় নন। তবে ক্যারিবিয়ান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিয়মিত ধারাভাষ্য দিচ্ছেন তিনি। এছাড়াও গেল বছর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধারাভাষ্যকার ছিলেন অ্যামব্রোস। সে সফরে টেস্ট ও টি-২০ সিরিজ হারলেও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল।

সে স্মৃতি মনে করে অ্যামব্রোস বললেন, ‘খুব বেশি দিন হয়নি, ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশ কিছু ভালো ক্রিকেটার আছে এখানে। এবার বিপিএলে ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’

সর্বশেষ
জনপ্রিয়