ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিতর্কিত জলসীমা নিয়ে আলোচনায় লেবানন-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ১৫ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিতর্কিত জলসীমা নিয়ে বৈঠকে বসছে লেবানন ও ইসরায়েল। বুধবার লেবাননের সীমান্ত শহর নাকুরায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদর দফতরে দেশ দুইটির মধ্যে সংক্ষিপ্ত বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৮ অক্টোবর দেশ দুইটি ফের আলোচনায় বসবে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

এই দুই দেশের মধ্যে বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতা করেছে। বিবদমান দুই পক্ষই জলসীমা বিতর্ক নিয়ে আলোচনা দীর্ঘায়িত করার ওপর জোর দেয়। বৈঠকে শুধুমাত্র জলসীমা সমস্যার সমাধানের ওপরই আলোচনা সীমাবদ্ধ রাখে তারা। বৈঠকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের যে প্রক্রিয়া চলছে সে বিষয়ে কোনো কথা হয়নি বলে জানা গেছে।

আলোচনার মধ্য দিয়েই যৌক্তিক সময়ের মধ্যেই ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা এই বিতর্কের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন লেবাননের প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসাম ইয়াসিন।

বুধবারের প্রথম বৈঠকের পরে এক বিবৃতিতে তিনি বলেন, সামুদ্রিক সীমান্ত সমস্যার হাজার মাইল দূরত্ব লঙ্ঘনের প্রথম পদক্ষেপ হিসেবে এই বৈঠককে চিহ্নিত করছি আমরা। আমরা দূরত্ব পার হতে দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া যৌক্তিক সময়ের মধ্যে আমাদের দেশের স্বার্থে একটি শান্তিপূর্ণ চুক্তিতে যেতে আগ্রহী আমরা।

দুই দেশের মধ্যকার এই বৈঠকে ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয়ের মহাপরিচালক, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পররাষ্ট্রনীতি উপদেষ্টা ও সেনাবাহিনীর কৌশলগত বিভাগের প্রধানসহ ছয় সদস্যের একটি দল উপস্থিত ছিলো।

সূত্র- আল জাজিরা

সর্বশেষ
জনপ্রিয়