ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপির রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ১৩ জানুয়ারি ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দলের নেতাকর্মীদের অনিয়ম, দুর্নীতি ও দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শীর্ষ নেতৃত্বের সংকট ছাড়াও নানা কারণে দেউলিয়াত্বের পথে এখন বিএনপির রাজনীতি।

এ অবস্থায় নিজেদের ব্যবসা-বাণিজ্য ও স্বার্থ রক্ষায় বিএনপির রাজনীতির উপরে আগ্রহ হারিয়ে ফেলছেন ব্যবসায়ীরা। তারা আর বিএনপিকে সমর্থন করছেন না।

জানা গেছে, দেশের কিছু ধনাঢ্য ব্যবসায়ী একসময় বিএনপির রাজনীতিতে পৃষ্ঠপোষকতা করতেন। তবে দলের দেউলিয়াত্বের কারণে তাদের বেশিরভাগই এখন বিএনপি ছেড়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকা ও নিজেদের ভঙ্গুর সাংগঠনিক অবস্থার কারণে প্রায় নিশ্চিহ্নের পথে বিএনপি। পাশাপাশি দলের অভ্যন্তরীণ নানা কোন্দলের কারণে তারা নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেন, বিএনপির দুরবস্থা এখন চরম আকারে পৌঁছেছে।

তিনি বলেন, বিএনপির মধ্যে যারা বড় বড় ব্যবসা-বাণিজ্য করতেন এবং একসময় দেশের শীর্ষ ব্যবসায়ী ছিলেন, তাদের অনেকেই কম-বেশি এখন দেউলিয়া হয়ে গেছেন।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়