ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিএনপির কোনো জোট আলোর মুখ দেখছে না জামায়াতের কারণে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ২৬ জুলাই ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

চার দলীয় জোট, ২০ দলীয় জোট এবং সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্ট। সব জোটের নেতৃত্বেই ছিল বিএনপি। তবে দীর্ঘ রাজনৈতিক পথ চলায় কোনো জোটেই আসেনি সাফল্য। এ তিক্ত অভিজ্ঞতার পরও বিভিন্ন রকম জোট গঠনের চেষ্টা করেছে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের কারণেই আলোর মুখ দেখছে না বিএনপি কেন্দ্রীক কোনো জোট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাগজে-কলমে এসব জোট থাকলেও অস্তিত্ব নেই রাজনীতির মাঠে। ২০ দল থেকে কয়েক বছর আগেই বেরিয়ে গেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ আরো কিছু দল। এ জোটকে নিয়ে প্রকাশ্যে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা- জামায়াত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের কারণেই আলোর মুখ দেখেনি এ জোট। জামায়াতকে না ছাড়তে বিএনপিও অনড়। আর একে অপরের সঙ্গে রেষারেষিতে জাতীয় ঐক্যফ্রন্ট অঙ্কুরেই বিনষ্ট হয়েছে।

বিএনপি নেতারা মনে করছেন, জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এসব নানা কারণে জাতীয় ঐক্যফ্রন্টও এখন অকার্যকর হয়ে গেছে। কিছুদিন ধরে এককভাবে আন্দোলনের চেষ্টা করেছিল বিএনপি। কিন্তু আন্দোলনের শক্তি, নেতৃত্ব এবং মেধা কোনোটাই তাদের নেই।

আর এ কারণেই বিএনপি মনে করছে, রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে টিকে থাকার জন্য জোটগত আন্দোলনের কোনো বিকল্প নেই।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়