ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপি ‘কৃতজ্ঞতা বোধহীন’ রাজনৈতিক দল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ৩ ডিসেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনাভাইরাস মহামারির মধ্যে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে মুক্তি দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে উল্টো দোষারোপ করায় বিএনপি নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। বিএনপিকে ‘কৃতজ্ঞতা বোধহীন’ একটি দল বলেও আখ্যায়িত করেছেন অনেকে।

জানা গেছে, দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর সাজা স্থগিত করে মুক্তি দেয় সরকার। সাজা স্থগিতের ছয় মাস শেষে হলে দ্বিতীয় দফায় আরো ছয় মাস তা বাড়ানো হয়। মুক্তির পর থেকেই গুলশানে নিজের বাসায় আছেন খালেদা জিয়া। তবে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও ওই বাসায় নেতা-কর্মীদের যাতায়াত রয়েছে।

এ বিষয়ে উচ্চকিত বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে বলছেন, ‘মিথ্যা মামলায়’ তাদের নেত্রীকে সাজা দেয়া হয়েছে এবং এখন তাকে ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জেনে ও বুঝেশুনে মিথ্যাচার করা তাদের স্বভাব। সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাও দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার আর সাজা দিয়েছে আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি সদয় হয়ে দুইবার সাজা স্থগিতও করেছেন। বিএনপি এমন একটি দল যাদের কৃতজ্ঞতা বোধ নেই। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, তা না করে দোষ চাপাচ্ছে।

তারা বলেন, মহামারির প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে দেশরত্ন শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। অথচ জনগণের দুঃসময়ে কোনো ভূমিকা না রেখে শুধু বক্তৃতা-বিবৃতিতেই বিএনপি নিজের দায়িত্ব শেষ করেছে। আর সরকার যা করেছে তার অন্ধ সমালোচনা করে চলেছে অবিরাম। আসলে বিএনপি দেশের আরো দুঃসময় এবং জনগণের করুণ অবস্থাই প্রত্যাশা করেছিল।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়