ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশের চোখ এখন ফাইনালে

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ০৯:১০, ২৮ জুলাই ২০২২  

বাংলাদেশের চোখ এখন ফাইনালে

বাংলাদেশের চোখ এখন ফাইনালে

টানা দুই জয়ে শুরুটা হয়েছে স্বপ্নের মতো। বিশেষ করে ভারতকে তাদের মাঠে হারানোর পর বাংলাদেশ এখন আরো আত্মবিশ্বাসী। কোচ পল থমাস স্মলিও দেখছেন বড় কিছুর স্বপ্ন। পরের ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করাই তার লক্ষ্য।

ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে বুধবার পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শক্ত অবস্থানে আছে স্মলির দল।

পাঁচ দল নিয়ে হওয়া এবারের আসরে রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষে দুই দল ফাইনালে মুখোমুখি হবে। শ্রীলংকা ও গত আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালের মঞ্চে ওঠার পথেই বেশ ভালোভাবেই ছুটছে বাংলাদেশ।

আগামী শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৪-০ গোলে হেরে আসা দলটি আছে টেবিলের তলানিতে। ফলে ফাইনাল নিশ্চিতের সমীকরণে বেশ সহজ প্রতিপক্ষকেই পাচ্ছে লাল সবুজরা।

বাংলাদেশ কোচ অবশ্য চিন্তিত খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে। একদিন পরপর ম্যাচ খেলতে হচ্ছে বলে শরীরের ওপর ধকল যাচ্ছে বেশ। ভারতকে হারানোর পর স্মলি তাই আবারো রিকভারির দিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। লক্ষ্যের প্রশ্নে বললেন, ফাইনাল খেলার কথা।

স্মলি বলেন, আমাদের দলে তরুণ খেলোয়াড়দের খুব ভালো একটা মিশ্রণ আছে। অ‍্যাকাডেমির খেলোয়াড় আছে, পেশাদার পর্যায়ে খেলা খেলোয়াড় আছে। তবে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি। মূলত ভারতে আসার পর প্রস্তুতি নিতে পেরেছি।

তিনি আরো বলেন, এখানে আসার আগে আমরা প্রতিপক্ষে নিয়ে গবেষণা করেছি। ওদের নিয়ে অনেক বিশ্লেষণ করেছি। আমার মনে হয়, সব বিভাগেই আমাদের যথেষ্ট গভীরতা রয়েছে।

স্মলি যোগ করেন, একদিন পরপর ম্যাচ খেলা আমি মনে করি খুব, খুব কঠিন। মালদ্বীপ ম্যাচের আগে ছেলেদের বিশ্রামের সুযোগ দিতে হবে। আশা করি সব পরিকল্পনা মতোই এগোবে। ইনশা আল্লাহ আমরা ফাইনালে থাকব।

সর্বশেষ
জনপ্রিয়