ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বাংলাদেশকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা: মোকতাদির চৌধুরী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ১৪ ডিসেম্বর ২০২০  

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে বক্তব্য রাখেন এমপি মোকতাদির

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে বক্তব্য রাখেন এমপি মোকতাদির

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বাংলাদেশকে মেধাশূন্য করতেই ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের আগ মুহূর্তে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বাংলাদেশ যেনো পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য পাকিস্থানিরা চিহ্নিত করে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আদর্শের পথ ধরে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আমরা যারা মুসলমান তারা জানি যে আমাদের ধর্ম পালন করতে হবে। কিন্তু ধর্ম পালন করার নামে কতিপয় লোক পাকিস্তানিদের যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন করার জন্য নতুনভাবে নেমেছে তারা। এখন হত্যার পথ না নিয়ে চিরতরে জাতীকে পঙ্গু করে দিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অপচেষ্টাকারীদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।

এরআগে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের কাউতলীতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ডিসি হায়াত-উদ-দৌলা খাঁন, এসপি মোহাম্মদ আনিছুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরাইরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

সর্বশেষ
জনপ্রিয়