ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বাংলাদেশ ইতিহাস গড়েছে মালদ্বীপে টেবিল টেনিসে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ১১ মে ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

মালদ্বীপে টেবিল টেনিসে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক অনূর্ধ্ব-১৯ দলগত ইভেন্টে সোনা জিতেছে লাল-সবুজের দল। আন্তর্জাতিক টেবিল টেনিসে বাংলাদেশের এটা প্রথম স্বর্ণ জয়। এর আগে আন্তর্জাতিক পর্যায়ে সেরা সাফল্য ছিল রুপা জয়।

পাকিস্তান, মালদ্বীপ ও নেপালকে হারিয়ে গতকালই সোনা জয়ের সম্ভবনা জাগিয়ে রেখেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হতে আজ শুধু শ্রীলংকাকে হারালেই চলত। শেষ পর্যন্ত লংকানদের ৩-২ গেমে হারিয়ে সোনার হাসি হেসেছেন বাংলাদেশি খেলোয়াড়রা। বাংলাদেশের হয়ে লড়েছেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ ও নাফিস ইকবাল।

গতকাল মঙ্গলবার (১০ মে) স্বর্ণের লড়াইয়ে শুরুর দিন ম্যাচে মুনতাসিন ১১-৯, ১৩-১১, ৯-১১, ১১-৬ ও রামহিম লিয়ান বম ১০-১২, ১৩-১১, ১১-৮, ১১-৬ পয়েন্টে জিতেন। তবে নাফিস হেরে যায় ৯-১১, ১০-১২, ৩-১১ ব্যবধানে।

চতুর্থ ম্যাচে রামহিম হেরে যান ১১-১৩, ১১-৯, ৯-১১, ৪-১১ পয়েন্টে। তাতে বাংলাদেশের স্বর্ণ জয়ে আরও শঙ্কা জাগে। তবে শেষ ম্যাচে ৮-১১, ১১-৯, ১১-৯, ১১-৯ পয়েন্টের জয়ে শঙ্কা কাটিয়ে স্বর্ণ নিশ্চিত করেছেন মুহতাসিন আহমেদ।

সর্বশেষ
জনপ্রিয়