ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বর্তমানে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ৬ সেপ্টেম্বর ২০২০  

সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ। এ সংখ্যাকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে সরকার।

রোববার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নিরলস প্রচেষ্টায় সাক্ষরতার হার  শতকরা ৭৪ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। অথচ ২০০৫ সালে বিএনপি-জামাত জোট সরকারের আমলে যা ছিল ৫৩ দশমিক ৫ শতাংশ।

নব্বই দশকের শুরু থেকে সবার জন্য শিক্ষা অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশে সাক্ষরতার বিস্তারে বিভিন্ন উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। 

তিনি আরো বলেন, নিরক্ষর জনগোষ্ঠীর সাক্ষরতা প্রধান অব্যাহত ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদ্যালয় বহির্ভূত শিশু-কিশোরদের শিক্ষার বিকল্প সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে সরকার উপানুষ্ঠানিক শিক্ষা আইনও প্রণয়ন করেছে।

সর্বশেষ
জনপ্রিয়