ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারের মাঝে খাবার বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৯ অক্টোবর ২০২০  

গ্রামীনফোনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারের মাঝে খাবার বিতরণ করছে।

গ্রামীনফোনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারের মাঝে খাবার বিতরণ করছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

গ্রামীনফোন এর সহযোগিতায় বন্যা কবলিত দেশের ১৬টি জেলার সর্বমোট ১ লাখ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হচ্ছে (প্রতি প্যাকেজে ৭ কেজি ৫০০ গ্রাম চাল, ডাল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি,সুজি আধা কেজি)।

রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ৯০ হাজার পরিবারের মাঝে ৯০ হাজার ফুড প্যাকেজ বিতরণ শেষ হয়েছে এবং বাকী ১০ হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে যা চলতি মাসেই বিতরণের কাজ সম্পন্ন হবে।

সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের সরাসরি তত্বাবধানে ও গ্রামীনফোনের সহযোগিতায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ১৬টি জেলার (লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বগুড়া, রাজবাড়ী, নওগাঁ, মাদারীপুর, শরিয়তপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও সুনামগঞ্জ) স্ব স্ব জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি এই ফুড প্যাকেজ বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতির ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমান বিবেচনা করে, বয়োবৃদ্ধ সদস্য, মহিলা পরিচালিত পরিবার, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, বন্যা শুরু হওয়ার পর থেকে অদ্যবধি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র জনগণের কল্যাণে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

গ্রামীনফোনের সহযোগিতায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ১৬ জেলার ১ লাখ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ ছাড়াও বন্যা কবিলত জেলাসমূহের ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য নিরাপদ পানি সরবরাহ, টিউবয়েল মেরামত, স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প, বাড়ি নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদানসহ অতি প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সর্বশেষ
জনপ্রিয়