ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বজ্রপাত থেকে বাঁচতে তালগাছের ২০ হাজার চারা রোপণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ১৫ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বরেন্দ্র অঞ্চলের রাস্তা-ঘাট, খালপাড়সহ বিভিন্ন জায়গায় অধিক পরিমাণে তালগাছ রোপণ করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, তালগাছের সুস্বাদু ফল থেকে বিভিন্ন প্রকারের পিঠা-পুলির উৎসব বাঙালির চিরঐতিহ্য। এছাড়াও তালগাছের কাঠ গ্রামীণ গৃহস্থালি জীবনে অনেক কাজে আসে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতে প্রাণহানির ঘটনা রোধেও ভূমিকা পালন করে। 

বুধবার উপজেলার রীমন্তপুর ইউপির কালামারা ব্রিজ সংলগ্ন সড়কের উভয় পাশে তালগাছ রোপণের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। সে উপলক্ষে তিনি তালগাছ রোপণের প্রকল্প হাতে নিয়েছেন বলে জানান। এ প্রকল্পে উপজেলার কালামারা ব্রিজ থেকে ধানসুরা মোড় পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের উভয় পাশে প্রায় ২০ হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

তালগাছ রোপণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও পূজা উদযাপন সভায়ও খাদ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করেন।

সভায় আরো বক্তৃতা করেন- উপজেলা চেয়ারম্যান ফরিদ আহাম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পূজা উদযাপন কমিটির সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- নিয়ামতপুর সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান নইম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কুমার সরকার পিন্টুসহ উপজেলার আটটি ইউপির চেয়ারম্যান।

সর্বশেষ
জনপ্রিয়