ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় হাজার কোটি টাকার প্রকল্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ২ ফেব্রুয়ারি ২০২৩  

বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় হাজার কোটি টাকার প্রকল্প

বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় হাজার কোটি টাকার প্রকল্প

বজ্রপাত থেকে কৃষকদের জানমাল রক্ষায় প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঐ প্রকল্পের আওতায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। 

জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে বজ্রপাত নিরোধক প্রকল্পের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এতে বজ্রপাতপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে ওই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরুর প্রতি গুরুত্বারোপ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে হেরিংবোন বন্ড (২য় পর্যায়) প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় সারাদেশে মাটির রাস্তা টেকসই কারার লক্ষ্যে ঐ প্রকল্পের মূল কাঁচামাল ইট সঠিকভাবে রক্ষণাবেক্ষণ, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রকল্প গ্রহণ ও মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে অধিক প্রয়োজনীয় প্রকল্পে গুরুত্বরোপ করার পরামর্শ দেয় কমিটি।

স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। বৈঠকে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, হুইপ পঞ্চানন বিশ্বাস, মো. আফতাব উদ্দিন সরকার প্রমুখ অংশ নেন।

সর্বশেষ
জনপ্রিয়