ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডিজিহাবের যাত্রা শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১৬ ডিসেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ডিজিহাব২৪ এর যাত্রা শুরু হলো। ভার্চুয়াল মাধ্যমে মঙ্গলবার রাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অতিথিদের অংশগ্রহণে এ যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত জন আইসিটি ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর (আইডিয়া) সৈয়দ মজিবুল হক।

অতিথি হিসেবে যুক্ত হন ডিজিহাব২৪ এর চেয়ারম্যান হেমি হোসেইন, ডিজিটাল এন্টারপ্রেনার্স হাবের চিফ অ্যাডভাইজর বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মজিবুল হক বলেন, ‘এই উদ্যোগ দেশের জন্য ভীষণ আনন্দের। আমরা আইসিটি ডিভিশন দীর্ঘদিন ধরে দেশের ফ্রিল্যান্সারদের জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছি। সম্প্রতি সরকার ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ারও উদ্যোগ নিয়েছে। এমন সময়ে ডিজিহাব২৪ একটি বড় ইনোভেশন, আপনাদের অভিনন্দন।’

ডিজিহাব২৪ এর প্রতিষ্ঠাতা, অস্ট্রেলিয়ান শিক্ষাব্যক্তিত্ব হেমি হোসেইন বলেন, ‘আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হলো আজ। এ উদ্যোগের মাধ্যমে দেশের তরুণদের কাজকে বিশ্ব বাজারে পরিচিত করাতে পারলেই আমাদের সার্থকতা। আমি এ উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা চাই।’

ডিজিটাল এন্টারপ্রেনার্স হাবের চিফ অ্যাডভাইজর বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হেলাল উদ্দিন বলেন, ‘নানা কারণে আজকের দিনটি ঐতিহাসিক। আমি আনন্দিত এরকম একটি বড় কাজের সূচনালগ্নে যুক্ত হতে পেরে।’

উদ্বোধনী আয়োজনটি একযোগে ডিজিহাব২৪, বাংলাদেশ প্রতিদিন, ক্যারিয়ার্স হাব বাংলাদেশের ফেসবুক পেজে সম্প্রচার করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়