ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের আস্থার বাতিঘর: কাদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ৪ মার্চ ২০২১  

অনলাইন ছবি

অনলাইন ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেই আস্থার বাতিঘরে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হয়েছেন মাদার অব হিউম্যানিটি।

বৃহস্পতিবার সকালে তিনি তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিলো দুর্নীতি। সে সময়ের সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছিলো। বর্তমানে দুর্নীতি করে কেউ ছাড় পায় না। যত বড় নেতা কিংবা জনপ্রতিনিধি হোক না কেন জবাবদিহি তাকে করতেই হয়।

এর আগে, সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন মন্ত্রী। এ সময় তিনি দেশের যেসব এলাকায় নির্মাণাধীন সড়কের কাজ ঢিলেঢালাভাবে চলছে সেসব দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি বর্ষার আগে সারাদেশের সড়কে চলমান সংস্কার কাজগুলোও দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।

সর্বশেষ
জনপ্রিয়