ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নেপালে আবারও শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৬, ১ আগস্ট ২০২২  

নেপালে আবারও শক্তিশালী ভূমিকম্প

নেপালে আবারও শক্তিশালী ভূমিকম্প

নেপালে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হানলো।

ন্যাশনাল ভূমিকম্প মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি) অনুসারে, রোববার স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে ভূমিকম্পটি নেপালের কাঠমান্ডু থেকে ১৪৭ কিলোমিটার দূরে খোটাং জেলার মারটিম বির্তার আশেপাশে আঘাত হানে।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। 

এর আগে, সোমবার নেপালে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।  ভূমিকম্পটি ২০১৫ সালের ভূমিকম্পের একটি আফটারশক ছিল বলে জানায় ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিখটার স্কেলে ঐ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯।

সর্বশেষ
জনপ্রিয়