ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নেত্রকোনায় মাদকাসক্ত যুবককে ১ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ২২ অক্টোবর ২০২০  

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হৃদয় আকন্দ (২৪) নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫শ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনউদ্দিন খন্দকার।
এদিকে তল্লাশি চালিয়ে ওই যুবকের ঘর থেকে গাঁজাসহ জুয়া খেলার তাস উদ্ধার করে তা প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত হৃদয় আকন্দ কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা (রাজিবপুর) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এ বিষয়ে ইউএনও মো. মইনউদ্দিন খন্দকার জানান, হৃদয় আকন্দ একজন মাদকাসক্ত যুবক। তিনি তাদের বাড়িতে তার থাকার ঘরে প্রতিনিয়তই নেশার আড্ডা বসান। শুধু তাই নয়, নেশাগ্রস্ত হওয়ার পর হৃদয় তার মা ও বোনকে প্রায়ই অত্যাচার-নির্যাতনও করে আসছিলেন। বুধবার বিকেলেও নেশাগ্রস্ত হয়ে মা-বোনের ওপর অত্যাচার করেন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি ইউএনওকে জানায়। অভিযানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পুলিশ নেশাগ্রস্ত অবস্থায় হৃদয়কে আটক করে এবং তার ঘরে তল্লাশি চালিয়ে নেশা জাতীয় দ্রব্যসহ (গাঁজা) জুয়া খেলার তাস উদ্ধার করে।

এ সময় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হৃদয় তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক তাকে ১ বছরের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাস আগুনে পুড়িয়ে ফেলা হয়।

কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, বুধবার সন্ধ্যায় দণ্ডপ্রাপ্ত হৃদয় আকন্দকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়