ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নেত্রকোনার কেন্দুয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য অসীম কুমার উকিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ১৫ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে সংসদ সদস্য অসীম কুমার উকিল।

গতকাল তার সহধর্মিণী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিলকে সঙ্গে সান্দিকোনা এলাকায় কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি প্রত্যেকটি মণ্ডপের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় ও খোঁজ-খবর নেন।

এমপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে নগদ আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক দীপক ব্যানার্জী।

উল্লেখ্য, কেন্দুয়া উপজেলার ৪৭টি পূজামণ্ডপে ধুমধামভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে।

মন্ডপগুলোর নিরাপত্তা দ্বায়িত্বে রয়েছে গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবক টিম। তাছাড়া পুলিশের ১৩ টি ও আনসার বাহিনীর ৪টি মোবাইল টিম নিরাপত্তার দ্বায়িত্বে কাজ করে যাচ্ছেন বলে গেছে।

সর্বশেষ
জনপ্রিয়