ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ৫ ১৪৩০

নেত্রকোণার বারহাট্টায় নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ১৯ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস,’এ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো সারা দেশের ন্যায় নেত্রকোণার বারহাট্টায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন জাতীয়ভাবে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেলের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামজিক সংগঠন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিস সানজিদা চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহি উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, মেডিকেল অফিসার ডাঃ সোলায়মান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, আওয়ামীলীগ নেতা আব্দুস শহিদ খান সেজু, এ.কে. খান দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মোঃ সাইদুর রহমান প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়