ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ৫ ১৪৩০

নেত্রকোণার দুর্গাপুরে ভোক্তা অধিকার আইনে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ১৯ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের বাজার তদারকিতে  ভোক্তা অধিকার আইনে ৭টি প্রতিষ্ঠানকে ৫৪০০০ টাকা জরিমানা আদায় করেছে।

গতকাল সোমবার (১৮ অক্টোবর) তারিখ বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে নেত্রকোণা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান এর সার্বিক নির্দেশনায় নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম এর নেতৃত্বে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ভাউরতলা মোরের বাজার এবং কুমুদগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৭টি প্রতিষ্ঠানকে ৫৪০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

পরে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা হয় ।

অভিযানে সহযোগিতা করেন দূর্গাপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন জেলা পুলিশ লাইনের একটি চৌকস পুলিশ টিম।

নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সর্বশেষ
জনপ্রিয়