ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নীলফামারীর ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে সেনাবাহিনীর সহায়তা প্রদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১ আগস্ট ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ এর সংক্রমণ বিস্তার রোধে চলমান কঠোর লকডাউনে নীলফামারীর ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্তরে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন এর ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধীদের এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সহায়তার পাশাপাশি সাধারণ জনগণকে মানবিক সহায়তা ও মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি সচেতনতায় কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। গত ১ জুলাই হতে এখন পর্য়ন্ত বিভিন্ন উপজেলায় এসব মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

সর্বশেষ
জনপ্রিয়