ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিবন্ধন ৪৫ লাখ, টিকা নিয়েছেন সাড়ে ৩৩ লাখ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ৪ মার্চ ২০২১  

অনলাইন ছবি

অনলাইন ছবি

দেশব্যাপী মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান টিকাদান কর্মসূচির প্রথম ধাপ এখনো চলছে। এই ধাপে মোট ৩৬ লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। ইতোমধ্যে টিকা নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন।

সর্বশেষ তথ্যানুযায়ী, টিকার জন্য এখন পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদানবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন ও নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। এদের মধ্যে ৭৭৩ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে তা মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো সামান্য কিছু সমস্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার একদিনেই ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন মানুষ। এর মধ্যে ঢাকা বিভাগে ৪২ হাজার ৫৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৮৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২১ হাজার ৪৭০ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৮৪৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৩৫৪ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩০৬ জন এবং সিলেট বিভাগে ৪ হাজার ৬৬৯ জন টিকা নিয়েছেন।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী জাতীয়ভাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়। আর ২৭ জানুয়ারি সর্বপ্রথম টিকা প্রয়োগ শুরু হয়।

সর্বশেষ
জনপ্রিয়