ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

নালিতাবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ১৫ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস-অক্টোবর ২০২০ এবং বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের নিয়ে হাত ধোয়া পর্ব অনুষ্ঠিত হয়।

ওইসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, সহকারী কশিশনার (ভূমি) নালিতাবাড়ী সঞ্চিতা বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তররের উপ-সহকারী প্রকৌশলী নুপুর আক্তার প্রমুখ।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ।

সভায় বক্তারা বলেন, নালিতাবাড়ী এলাকাটি পাহাড়ী অঞ্চল। এখানে নদীর কাছের জায়গাগুলোতে বিশুদ্ধ সুপেয় পানি পাওয়া যায়। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কোটি কোটি টাকা ব্যয়ে টিউবয়েল এর ব্যবস্থা করলেও সাধারণ মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। এজন্য মানুষের স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে এবং মানুষকে অতিরিক্ত টাকায় পানি কিনতে হচ্ছে। তাই এ মাস উপলক্ষ্যে আগামী প্রজন্মের শিশুদের জন্য সুপেয় বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে না পারলে সামনের দিনগুলিতে স্বাস্থ্যগত ভয়াবহ সমস্যায় পড়তে হবে।

সর্বশেষ
জনপ্রিয়