ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নারী উদ্যোক্তাদের জন্য নতুন ব্যাংকিং পণ্য ‘ইবিএল অভিলাষী’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ৫ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি নতুন ব্যাংকিং পণ্য ‘ইবিএল অভিলাষী’ চালু করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ওমেন ব্যাংকিং বিভাগ। সম্প্রতি ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এক ডিজিটাল সেমিনারে ইবিএল অভিলাষীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সোমবার (৫ অক্টোবর) ইস্টার্ন ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইবিএল অভিলাষী এটি একটি সুদসহ বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, যাতে অন্তর্ভুক্ত রয়েছে সকল ধরনের ব্যাংকিং সেবা।

সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (বি ডব্লিউ সি সি আই) সভাপতি সেলিমা আহমেদ এমপি, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক লাইলা রশিদ প্রমুখ। পরে সেমিনারে অংশগ্রহণকারীরা কীভাবে বাংলাদেশে নারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ
জনপ্রিয়