ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নাগরপুরে ৩০ টি গৃহহীন পরিবার পাচ্ছে ঘর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ৬ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুজিববর্ষে টাঙ্গাইলের নাগরপুরে ঘর পাবে ৩০ টি গৃহহীন পরিবার। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১০ টি ইউনিয়নে যাদের জমি আছে ঘর নেই তাদেরকে এসব ঘর দেওয়া হবে। ইতিমধ্যে ৩০ টি ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ১৫ জানুয়ারি প্রথম ধাপে ৩০ টি গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হতে পারে।

মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলার ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান,সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা প্রকৌশলী মোঃ মাহাবুব রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর , উপজেলার সহবতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ মোল্লা প্রমুখ।

জেলা প্রশাসন থেকে জানা যায়, যাদের ভূমি ও ঘর নেই তাদের জমিসহ ঘর দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির ধারাবাহিকতায় নাগরপুর উপজেলায় সরকারিভাবে ১২ টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়নের ৩০ টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে দুইটা বেডরুম, একটা কিচেন, একটা ইউটিলিটি রুম, একটা টয়লেট, একটা বারান্দা থাকবে।

গৃহহীনরা জানান, আমার নিজস্ব জায়গা জমি না থাকায় অন্য মানুষের বাড়িতে কষ্ট করে থাকি,সরকারের পক্ষ থেকে ঘর পেয়ে খুব আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সততা, আন্তরিকতার সাথে ঘরের কাজ তদারকি করা হচ্ছে। এখনও পর্যন্ত কোন অনিয়মের খবর পাওয়া যায়নি। কোথাও কোন নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হলে সেগুলো অপসারণ করে মানসম্মত সামগ্রী ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘর বিতরণের করার ক্ষেত্রে যাতে কোন প্রকার লেনদেন না হয় সে জন্য জেলা উন্নয়ন সমন্বয় সভা, আইন শৃংঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় একাধিকবার আলোচনা করা হয়েছে। যাদের ভূমি ও ঘর নেই এবং যারা প্রকৃতভাবে ঘর পাওয়ার যোগ্য তাদের মাঝেই ঘর বিতরণ করা হবে।’

সর্বশেষ
জনপ্রিয়