ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

নতুন প্রাইভেসি পলিসি না মানলেও বন্ধ হবে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ৯ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

নিজেদের প্রাইভেসি পলিসি আপডেটের সিদ্ধান্তে নমনীয় হলো হোয়াটসঅ্যাপ। ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৫ মে’র পর নতুন প্রাইভেসি পলিসি না মানলেও অ্যাকাউন্ট বন্ধ হবে না।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদ সংস্থা পিটিআইকে এ ব্যাপারে জানানো হয়েছে।

সংস্থার পক্ষে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ-এর গোপনীয়তার নতুন নীতি ও শর্তাবলী না মানলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ডিলিট হওয়ার চিন্তা আর নেই।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে হালনাগাদ নিয়মকানুন ও শর্ত ঘোষণা করে হোয়াটসঅ্যাপ। প্রথমে বলা হয়েছিল যে হোয়াটসঅ্যাপের নতুন শর্ত ৪ ফেব্রুয়ারি ২০২১-এর মধ্যে কার্যকর করবে। নতুন প্রাইভেসি পলিসির প্রকাশের পর অনেকেই এটি নিয়ে প্রশ্ন তোলেন।

সেই সময় অনেক ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্য অ্যাপ ব্যবহার শুরু করেন। তখন পরিস্থিতির সামাল দেয়ার জন্য ১৫ মে পর্যন্ত সময় পেছায়। এ সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন শর্তে যদি কোনো ব্যবহারকারী সম্মতি না দেন, তবে তিনি বার্তা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়েছিল।

সর্বশেষ
জনপ্রিয়