ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নজরুলের প্রয়াণ দিবসে টিভির যত আয়োজন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ২৭ আগস্ট ২০২০  

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ফাইল ফটো

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ফাইল ফটো

কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস আজ। এই দিনটি ঘিলে প্রতিবারই দেশের টিভি চ্যানেলগুলো রকমারি অনুষ্ঠান নিয়ে হাজির হয়। তবে এবার করোনাভাইরাসের কারণে পরিস্থিতি ভিন্ন। তাই নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতেও তেমন করে কাজ করা হয়নি। তবে টিভি চ্যানেলগুলো চেষ্টা করেছে করোনাকালিন স্বাস্থ্যবিধি মেনে কিছু নির্মাণের মাধ্যমে জাতীয় কবিকে শ্রদ্ধা জানাতে।

নানারকম অনুষ্ঠান ও নাটক-টেলিফিল্ম প্রচার হবে আজ এই দিনটিকে কেন্দ্র করেন। তার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ মোর’। মনিরুল হাসানের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানে গান, আবৃত্তি ও আলোচনা রয়েছে। এতে গান গাইবেন সুজিত মোস্তফা, ইয়াসমিন মুশতারী ও ফাতেমা তুজ জোহরা। আলোচনায় থাকবেন কবি হাবিবুল্লাহ সিরাজী।

নজরুল প্রয়াণের দিনে বিশেষ অনুষ্ঠান প্রচার হবে চ্যানেল আইতে। বিকাল ৩টা ৫ মিনিটে রয়েছে বাংলা ছবি ‘রাক্ষুসী’। ছবিটি পরিচালনা করেছেন মতিন রহমান। এতে অভিনয় করেছেন ফেরদৌস, পূর্ণিমা, রোজিনা প্রমুখ। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নজরুল ইসলামের ছোট গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘জোনাকি জ্বলে’। গীতালি হাসানের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। রাত ৮টা ২৫ মিনিটে দেখানো হবে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘সোনার হিন্দোলে’। ফেরদৌস আরার পরিবেশনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইজাজ খান স্বপন।

মাছরাঙা টিভিতে রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘পুবের জানালা রুদ্ধ’। প্রশান্ত অধিকারির পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, লাবন্য লিজা প্রমুখ। আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘অগ্নিগিরি’। সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, মিম প্রমুখ।

এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রয়েছে নৃত্যাল্লেখ্য ‘একি অপরূপ রূপে মা তোমার’। আলফ্রেড খোকনের প্রযোজনায় এতে নৃত্য পরিবেশন করেছেন চাঁদনী, নিসা, হেল ও শাওন। রাত ১১টা ৩০ মিনিটে ‘মিউজিক অ্যান্ড রিদম’ অনুষ্ঠানে পিন্টু ঘোষ গাইবেন নজরুলের গান।

সর্বশেষ
জনপ্রিয়