ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নকলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ১৮ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শেরপুরের নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেছেন, ধর্ষক ও নারী নির্যাতনকারীরা কুলাঙ্গার, পাষন্ড। এরা সমাজের শত্রু, সমাজের কীট। এদেরকে সামাজিকভাবেই মোকাবেলা করতে হবে। ধর্ষকদের কোন দল নেই, জাত নেই, ধর্ম নেই, সমাজ নেই। এরা আমার শত্রু, আপনার শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু।

তিনি ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় নকলা পৌরসভার ১২নং বিট, নকলা থানা আয়োজিত কলাপাড়া চেরুরবাজারে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে সভাপতির বক্তব্যে ওইসব কথা বলেন।

তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হোন, পুলিশকে সহায়তা করুন, পুলিশের পাশে দাঁড়ান। যেখানেই ধর্ষণ কিংবা নারী নির্যাতনের চেষ্টা আপনার সেখানেই ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করুন। পুলিশকে ফোন করুন। আমরা হাজির হয়ে যাব। মুষ্টিমেয় কয়েকজন ধর্ষকের জন্য এদেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে না। এদেরকে আমরা আইনের মাধ্যমে প্রতিহত করব। সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

আলমগীর হোসেন শাহ অভিভাবকদের উদ্দেশ্যে করে বলেন, আপনার সন্তান কখন কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, কখন বাড়ি ফিরে, বন্ধুবান্ধব নিয়ে মোবাইলে কি দেখে এসব বিষয়ে আপনাকে সার্বক্ষণিক নজর রাখতে হবে। কারণ আপনার সন্তানের উজ্জল ভবিষ্যত কিন্তু আপনাকেই রচনা করতে হবে।

এসআই রাজিব কুমার ভৌমিকের সঞ্চালনায় ওই বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর হোসেন শাহ, সাবেক সহকারী এটর্নি জেনারেল উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খুরশীদ আলম, সমাজসেবক শহীদুল আলম, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দ্লু কুদ্দুস মাষ্টার, পৌর কাউন্সিলর ইন্তাজ আলী, কলাপাড়া পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সামছুল আলম, শেরপুর সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী কলাপাড়া গ্রামের সন্তান পাপিয়া খাতুন, কলাপাড়া সমাজ উন্নয়ন সংঘের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে মসজিদের ইমাম, শিক্ষক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ওইসময় জেলা পুলিশের পক্ষ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়