ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ধর্ষণ ইস্যুতে একসঙ্গে ৫০ দেশের ভার্চুয়াল প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ১৩ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ধর্ষণের ইস্যুতে বিএনপি-জামায়াত ও বাম দলগুলো ‌'ঘোলা পানিতে মাছ শিকার' করার 'অপচেষ্টার'' অভিযোগ এনে এর বিরুদ্ধে একসঙ্গে ৫০ দেশের আওয়ামী লীগের ভার্চুয়াল প্রতিবাদ সভা হয়েছে। 

‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড’ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগতম ও ধন্যবাদ জানানো হয় এই ভিন্নধর্মী প্রতিবাদ সভায়। 

জার্মানি আওয়ামী লীগের আয়োজনে এ সভায় সভাপতিত্বে করেন জার্মানি আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু। সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরীর আমন্ত্রণে সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল হকসহ প্রবাসী আওয়ামী লীগের বিভিন্ন দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

প্রতিবাদ সভায় অংশ নেয়া দেশগুলোর মধ্যে রয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, গ্রিস, সুইডেন আয়ারল্যান্ড, মাল্টা, নরওয়ে, রাশিয়া, চেক রিপাবলিক, ইউক্রেন, সৌদি আরব, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, কুয়েত, আরব আমিরাত, কাতার, জর্ডান, বাহরাইন, দক্ষিণ  কোরিয়া, হংকং, চীন, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, সোয়াজিল্যান্ড, বঙ্গবন্ধু প্রকৌশল ও বিশেষজ্ঞ পরিষদ, ইউরোপ জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সুইজারল্যান্ড, বাংলাদেশ প্রেসক্লাব, ইতা‌লি।

সর্বশেষ
জনপ্রিয়