ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম আনোয়ারায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ১৫ অক্টোবর ২০২০  

হাইড্রোলিক এলিভেটর ড্যাম

হাইড্রোলিক এলিভেটর ড্যাম

চট্টগ্রামের আনোয়ারায় নির্মিত হয়েছে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে উপজেলার বারখাইন ও বারুমচড়া ইউপির ভরাশঙ্খ খালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে এলিভেটর ড্যামটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে চীনের সরকারি প্রতিষ্ঠান বেইজিং আইডব্লিউএইচআর কর্পোরেশন।

পাঁচটি হাইড্রোলিক জ্যাক সংযুক্ত, ৩৮ মিটার দীর্ঘ এবং চার মিটার উচ্চতার এ ড্যাম উজান থেকে শিকলবাহা খাল হয়ে আসা মিঠা পানি সংরক্ষণ ও ভাটিতে সাগর থেকে শঙ্খ হয়ে আসা লোনাপানির অনুপ্রবেশ প্রতিরোধ করবে। যার ফলে ফসল রক্ষার পাশাপাশি পাঁচ ইউপির ৩ হাজার হেক্টর জমির সেচ সুবিধা সম্প্রসারিত হয়েছে। এতে ১৩ হাজার মেট্রিক টন ধান উৎপাদন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পটির পরিচালক দেবেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, দেশে অনেক রাবার ড্যাম থাকলেও হাইড্রোলিক এলিভেটর ড্যাম এটিই প্রথম। এটি সরকারের একটি পাইলট প্রকল্প। সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তিতে ড্যামটি ব্যবহার করা হবে।

আনোয়ারার ইউএনও শেখ মো. জোবায়ের হোসেন বলেন, মিঠা পানি আটকাতে প্রতি বছর ভরাশঙ্খ খালে বাঁধ দিতে হতো চাষিদের। এতে তাদের মধ্যে ভয় কাজ করতো, সরকারও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এ হাইড্রোলিক ড্যামটি নির্মাণের ফলে উপজেলার প্রায় ১১ হাজার চাষি উপকৃত হবেন।

১১ অক্টোবর দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে বিপ্লব সৃষ্টি করেছে। বোরো ধান চাষসহ সেচ কাজে ব্যবহারের ফলে পানির স্তর দিনে দিনে নিচে নেমে যাওয়ায় ভূ-উপরিস্থ পানি ধরে রেখে কীভাবে সেচ বা ফসল আবাদে ব্যবহার করা যায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। তারই অংশ হিসেবে এ হাইড্রোলিক এলিভেটর ড্যামটি নির্মাণ করা হয়েছে। দেশে আরো হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হবে।

তিনি বলেন, দেশে এক সময় ধান উৎপাদনে সবচেয়ে বেশি খরচ হতো পানি বা সেচ কাজে। সরকারের কৃষিবান্ধব উদ্যোগ, সেচ সুবিধা সম্প্রসারণ ও ভর্তুকির ফলে সেচের খরচ কমেছে। এখন সবচেয়ে বেশি খরচ হয় কৃষি শ্রমিকের পেছনে। ধান উৎপাদনে খরচ বাড়লে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। ফলে কৃষি যন্ত্রপাতিতে ৫০ থেকে ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষি যান্ত্রিকীকরণে কাজ করছে সরকার।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, দেশের প্রথম হাইড্রোলিক ড্যাম আনোয়ারার বরুমচড়ায় বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের সব কর্মকর্তার প্রতি আনোয়ারাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি সরকারের একটি পাইলট প্রকল্প, আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু এ ধরনের একটি বাঁধ নির্মাণের জন্য অনেক চেষ্টা চালিয়েছিলেন। বাঁধটি নির্মিত হওয়ায় আমার বাবার স্বপ্নও পূরণ হলো। তাই এ ড্যামটি যথাযথভাবে পরিচালনা ও সুরক্ষিত রাখার জন্য এলাকাবাসীর সহযোগিতা কমনা করছি।

সর্বশেষ
জনপ্রিয়