ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত জেনে নিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ২৩ মার্চ ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

এইচএসসি শেষে ভর্তি পরীক্ষা নিয়ে বেশ তোড়জোর শুরু হয়ে যায় শিক্ষার্থীদের। এরপর শুরু হয়ে যায় পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ। তবে ভর্তিচ্ছুরা হাতের মুঠোয় প্রযুক্তির ছোঁয়ায় হয়তো অনেকেই জানেন দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। যাদের জানা নেই তাদের জন্য আরো বিস্তারিত। 

দেশের সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য মতে, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৮টি। এর মধ্যে তালিকায় সর্বশেষ বিশ্ববিদ্যালয় হিসেবে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ একইসাথে তালিকায় প্রথমে রয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। 

সরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো– 
১. ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) www.du.ac.bd
২. রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) www.ru.ac.bd
৩. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) www.bau.edu.bd 
৪. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) www.buet.ac.bd
৫. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) www.cu.ac.bd
৬. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) www.juniv.edu
৭. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (ইবি) www.iu.ac.bd
৮. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) www.sust.edu 
৯. খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)– www.ku.ac.bd 
১০. জাতীয় বিশ্ববিদ্যালয়– www.nu.edu.bd 
১১. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-www.bou.edu.bd 
১২. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)– www.bsmmu.edu.bd 
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বিএসএমআরইউ)– www.bsmrau.edu.bd 
১৪. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)– www.hstu.ac.bd 
১৫. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)– www.mbstu.ac.bd 
১৬. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)– www.pstu.ac.bd
১৭. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)– www.sau.edu.bd 
১৮. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-www.cuet.ac.bd
১৯. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)– www.ruet.ac.bd
২০. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)– www.kuet.ac.bd 
২১. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)– www.duet.ac.bd
২২. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-www.nstu.edu.bd 
২৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-www.jnu.ac.bd

২৪. কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-www.cou.ac.bd

২৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)– www.jkkniu.edu.bd 
২৬. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU)-www.cvasu.ac.bd 
২৭. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)– www.sau.ac.bd 
২৮. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) যার ওয়েবসাইট হচ্ছে– www.just.edu.bd 
২৯. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-www.pust.ac.bd 
৩০. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)– www.brur.ac.bd
৩০১. বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)– www.bup.edu.bd
৩২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)–www.bsmrstu.edu.bd 
৩৩. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-www.butex.edu.bd 
৩৪. বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)– www.barisaluniv.edu.bd 
৩৫. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)– www.rmstu.edu.bd 
৩৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বশেমুরমেইউ)– www.bsmrmu.edu.bd
৩৭. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (IAU)-www.iau.edu.bd 
৩৮. চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (চমেবি)
৩৯. রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (রামেবি)– www.rmu.edu.bd 
৪০. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়– www.rubd.org
৪১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ (বিডিইউ)– www.bdu.ac.bd 
৪২. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়– https://shubd.net 
৪৩. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
৪৪. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)–https://bsfmstu.ac.bd
৪৫. সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সিমেবি)। 
৪৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (BSMRAAU)
৪৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
৪৮. সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় সর্বশেষ বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’, কিশোরগঞ্জ।

সর্বশেষ
জনপ্রিয়