ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশে করোনায় আরো ২৩ মৃত্যু, আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ১৭ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শনাক্ত নেমে এসেছে ছয়শ’র ঘরে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৬৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাটি গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৮ এপ্রিলে শনাক্ত হয়েছিলেন ৫৪৯ জন। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ৫৭৮ জন।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯০৬ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২১ জনের।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ৭৩ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ
জনপ্রিয়