ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দুর্গাপুরে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ২৫ নভেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপি ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার উদ্বোধন পরবর্তি আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালকুদার, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ‘র অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

বর্তমান করোনা প্রেক্ষাপটে নিরাপদ দুরত্ব বজায় রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১টি স্টল স্থান পেয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়