ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ `সাফ চ্যাম্পিয়নশীপ` অনুষ্ঠিত হবে আগস্টে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২০ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গত বছর ঢাকায় সাফ চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হওয়ার হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে 'দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ' খ্যাত এ ফুটবল টুর্নামেন্ট শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। আসরটি চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত হবে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে সাফের নতুন দিনক্ষণ চূড়ান্ত করেছিল সাউথ এশিয়ান ফুটবল কনফেডারেশন। সূচি অনুসারে ১৪-২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবল হওয়ার কথা ছিল। এরপর ১৩-২২ জুলাই হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ মহিলা সাফ। 

তবে দুটি টুর্নামেন্টের সূচিই এগিয়ে আনা হয়েছে। এক মাস আগে অর্থাৎ আগস্টে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশীপ। বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

এ বিষয়ে হেলাল বলেন, ঈদের কারণে নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো চার-পাঁচ দিন এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ফলে পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপও এগিয়ে আসবে। ভারতের অংশগ্রহণ নিশ্চিতের জন্য এবারের টুর্নামেন্টটি আগষ্টের শেষ সপ্তাহে ফিফা উইন্ডোতে শুরু করবো।

সর্বশেষ
জনপ্রিয়