ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ঢাবিতে ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ১৩ জুন ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আগামী বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন এই বাজেট উপস্থাপিত হবে। 

সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করবেন। 

এ উপলক্ষে সিন্ডিকেটের এক সভা গতকাল রোববার (১২ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট সিন্ডিকেট সভায় পেশ করেন। সভায় এই বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং উক্ত বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়।

গত ২০২১-২০২২ অর্থ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট ছিলো ৮শ’ ৩১ কোটি ৭৯ লাখ টাকা।

সর্বশেষ
জনপ্রিয়