ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ১৩ আগস্ট ২০২২  

ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

রোববার ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট। সরকারের আমন্ত্রণে দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে পাঁচদিনের জন্য তিনি এ সফর করবেন।

এক বার্তায় এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দফতর। ঐ বার্তায় বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট সরকারের আমন্ত্রণে রোববার থেকে বাংলাদেশে সরকারি সফর করবেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম কোনো সরকারি সফর।

ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন হাইকমিশনার। তিনি জাতীয় মানবাধিকার কমিশন, সুশীল সমাজ সংস্থার প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গেও দেখা করবেন। রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারে যাওয়ার কথাও রয়েছে তার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, মিশেল ব্যাচলেটের সফরে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরবে সরকার। তিনি আমাদের অগ্রগতি দেখবেন এবং চ্যালেঞ্জগুলো জানতে পারবেন। আমরা এই সফরের জন্য অধীর অপেক্ষায় আছি।

সর্বশেষ
জনপ্রিয়