ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ডিজিটাল উপস্থিতি বাড়াতে বিজিএমইএর সঙ্গে সেরাইর বিশেষ উদ্যোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২৫ নভেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্ব বাজারে বৃহৎ শেয়ার পেতে পোশাক প্রস্তুতকারকদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিজিএমইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি দেশের রপ্তানী খাতের শীর্ষ স্থানীয়দের জন্য ডিজিটাল প্রোফাইল তৈরির একটি উদ্যোগে আর্থিক সহায়তা দিচ্ছে এইচএসবিসির সেরাই লিমিটেড।

উদ্যোগটি স্থানীয় প্রস্তুতকারকদের বিনা খরচে ঢাকার ডিজিটাল এজন্সিগুলোর সাথে যুক্ত করে দেবে, যারা ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মার্কেটিং অ্যাসেট তৈরি করে দেবে। সেরাই ও বিজিএমইএ বিশ্বাস করে, যদি স্থানীয় প্রস্তুতকারকরা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের পণ্য, সামর্থ্য ও পরিচয় তুলে ধরতে পারেন, তাহলে তৈরি পোশাক রপ্তানির বিশ্ব বাজারে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা রয়েছে।

অনলাইনে শক্তিশালী ও কার্যকর অবস্থান তৈরির জন্য এজেন্সিগুলো প্রয়োজনীয় প্রমোশনাল অ্যাসেট যেমন পণ্য, সুযোগ-সুবিধা, কাপড় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আইটেমের ভিডিও এবং ছবি তৈরি করে দেবে। ডিজিটাল অ্যাসেট তৈরির পাশাপাশি সেরাই-এর প্ল্যাটফর্মে অনলাইন প্রোফাইল তৈরিতে কপিরাইট সহায়তাও দিবে এসব এজেন্সি। 

এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘দ্রুত ফিডব্যাক প্রদান ও আমাদের পরামর্শ বাস্তবায়ন সুবিধা নিয়ে একেবারে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমরা সেরাই-এর প্ল্যাটফর্মে যুক্ত আছি। ক্রেতাদের জন্য আমরা আমাদের সক্ষমতা সহ প্রয়োজনীয় যেসব তথ্য শেয়ার করে থাকি, আমাদের সেরাই প্রোফাইল তার সবই এখন এক জায়গায় দেখিয়ে দেয়।’

সেরাই লিমিটেডের সিইও ভিভেক রামচন্দ্র বলেন, ‘বর্তমান অস্থিতিশীল পোশাকের বাজারে বাংলাদেশের জন্য বড় শেয়ার লাভের অনেক বড় সম্ভাবনা তৈরি হয়েছে, যা ডিজিটাইজেশনের মাধ্যমেই অর্জন করা সম্ভব।’ 

বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘বৃহৎ পরিসরে ই-এংগেজমেন্ট বিস্তৃত করার পথে এইচএসবিসি ও সেরাইকে আমরা আমাদের পাশে চাই। কেননা, এই মুহুর্তে আমাদের জন্য এটাই সবচেয়ে জরুরি।’

এনভয় টেক্সটাইল, ডিবিএল গ্রুপ ও ভিয়েলাটেক্স সহ ইতোমধ্যে ২৫০টিরও বেশি বাংলাদেশি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেরাই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। সেরাই-এর ফ্রি ডিজিটাল প্রোফাইল তৈরির সেবাটি পেতে আগ্রহী যেকোনো টেক্সটাইল ও গার্মেন্ট ম্যানুফেকচারার সাইন আপ করতে পারেন এখানে।

সর্বশেষ
জনপ্রিয়