ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ২৭ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে "পুলিশ ই-জনতা জনতায় পুলিশ" এ শ্লোগানকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যাচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের ভাংবাড়ী বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাণীশংকৈল থানার উদ্যোগে এই বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। এসময় এসপি সার্কেল তোফাজ্জল হোসেন, থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল, তদন্ত (ওসি) আব্দুল লতিফ সেখ, সাব ইন্সপেক্টর প্রদীপ কুমার ,হাফিজউদ্দিন, মমিনুল সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। বিট পুলিশিং সভা চলাকালে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য চন্দ্রমোহন, ভাংবাড়ী বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তাদের বক্তব্যে মিডিয়ায় গুজব, মিথ্যাচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সহ বিভিন্ন আইনানুগ বিষয় নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ
জনপ্রিয়