ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টিকাদান কর্মসূচির শেষ পর্যন্ত থাকবে রেড ক্রিসেন্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮, ২৮ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো দেশে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) করোনা ভ্যাকসিন কর্মসূচি পরিচালিত হয়েছে। টিকাগ্রহণে আগ্রহী ব্যক্তিদের হাসপাতালে সার্বক্ষণিক সেবা দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রাজধানীসহ সারাদেশে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে সোসাইটির প্রায় ১৫ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে যুক্ত থাকবেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে কুর্মিটোলা হাসপাতালে সোসাইটির স্বেচ্ছাসেবক সদস্যদের কার্যক্রম দেখা গেছে। টিকা নিতে আসা ব্যক্তিদের কনসেশন ফর্ম (সম্মপ্তিপত্র) পূরণে সহায়তা, টিকা দেয়ার পর বিশ্রামাগারে নেয়াসহ সংশ্লিষ্ট কাজে ব্যস্ত ছিলেন তারা। সরাসরি টিকা প্রদানকারী নার্সদেরকেও সহায়তা করতে দেখা গেছে রেডক্রিসেন্টের সদস্যদের।

এ প্রসঙ্গে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ডিপার্টমেন্টাল চিফ শারমীন আক্তার জাগো নিউজকে বলেন, ‘আমরা টিকা কর্মসূচির প্রথম দিন থেকেই আছি। আজকে টিকা প্রদানকারী ৫টি হাসপাতালেই আমাদের স্বেচ্ছাসেবক কাজ করছে। এর মধ্যে কুর্মিটোলা হাসপাতালে ১০, পিজিতে ৪০, কুয়েত মৈত্রী হাসপাতালে ১০, মুগদা হাসপাতালে ১০ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। যারা টিকা দিচ্ছেন তাদের সব ধরনের সহায়তা করছেন আমাদের কর্মীরা।’

তিনি আরও বলেন, ‘আজ তো টিকাদান কর্মসূচি শেষ হচ্ছে। ফেব্রুয়ারি আবার শুরু হলে, কর্মসূচির মেয়াদ বাড়লে আমরা কাজ শুরু করব। পুরো টিকাদান কর্মসূচি জুড়েই আমরা কাজ করব।’

সর্বশেষ
জনপ্রিয়