ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টি-২০ সিরিজ জয় করায় টাইগারদের অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৪, ২৬ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাতে পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। 

রাষ্ট্রপতি এক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এ জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান। শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এ জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২২ জুলাই অনুষ্ঠিত প্রথম প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে জয়লাভ করে। ঠিক পরদিন ২৩ জুলাই অপর টি-২০ ম্যাচে ২৩ রানে বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে পরাজিত হয়। তৃতীয় এবং শেষ টি-২০ ম্যাচে আজ রোববার স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।

সর্বশেষ
জনপ্রিয়