ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ঝিনাইগাতীতে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ২৫ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সরকার ঘোষিত শুরু হওয়া চলতি কঠোর লকডাউনে উপজেলা প্রশাসনের উদ্যোগে তা বাস্তবায়নের জন্যে কঠোর অবস্থানে রয়েছেন। ঝিনাইগাতী সদর, মধ্যবাজার, কাঁচাবাজার সহ উপজেলার অন্যান্য এলাকায় কঠোরভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আইন না মানা, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানার কারণে জনসাধারণ, ব্যাবসায়ী ও পথচারীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে । বাজারে কোন লোক সমাগম ও নিত্য প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ব্যতীত দোকানপাঠ খোলা রাখা যাবেনা বলে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন, শেরপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ রহমান কঠোরভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সকাল থেকে বিজিবি ও পুলিশের চৌকসের দল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউএনও ফারুক আল মাসুদ জানান কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন নিশ্চিত করার জন্যে উপজেলা প্রশাসন কঠোরভাবে প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান।

সর্বশেষ
জনপ্রিয়