ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝালকাঠিতে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ১৮ আগস্ট ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই শতাধিক গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রাজাপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।

সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও বরিশাল সিএমএইচ এই চিকিৎসাসেবার আয়োজন করে।

এ সময় রোগী দেখেন বরিশাল সিএমএইচের  চিকিৎসক মেজর তোফায়েল, মেজর কায়সার ও মেজর মাহফুজা। এ সময় দুই শতাধিক রোগীকে ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল এরিয়ার কর্নেল রবিউল আলম ও বরিশাল সিএমএইচের অধিনায়ক এস এম বেলাল উদ্দিন।

সর্বশেষ
জনপ্রিয়