ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জয়ের নায়ক মোসাদ্দেকই ম্যাচসেরা

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ০৯:১১, ১ আগস্ট ২০২২  

জয়ের নায়ক মোসাদ্দেকই ম্যাচসেরা

জয়ের নায়ক মোসাদ্দেকই ম্যাচসেরা

বাংলাদেশে-জিম্বাবুয়ে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়ে স্বস্তির জয় তুলে নেয় সোহানবাহিনী। জিম্বাবুয়েকে তারা ৭ উইকেটে পরাজিত করে। এই ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন মোসাদ্দেক।

শুরুতে মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে সোহান বাহিনীকে ১৩৬ রানের মামুলি লক্ষ্য দেয় স্বাগতিক শিবির। 

প্রথম ওভারেই জোড়া আঘাত। সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা ৪ ওভার বল করেন। ২০ রান খরচায় নেন একাই ৫ উইকেট। যেটি তার ক্যারিয়ারসেরা বোলিং।

মোসাদ্দেকের এই অফস্পিন ঘূর্ণিতেই কুপোকাত হয় জিম্বাবুয়ে। ৮ উইকেটে ১৩৫ রানের বেশি এগোতে পারেনি তারা। বাংলাদেশও ম্যাচটা জিতেছে হেসেখেলে, ৭ উইকেটের জয়ে সিরিজে ফিরিয়েছে সমতা।

জিম্বাবুইয়ান টপঅর্ডারের ৬ ব্যাটারের মধ্যে ৫ জনকেই সাজঘরের পথ দেখিয়েছেন মোসাদ্দেক। একটা সময় ৩১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। 

এমন দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে এই অফস্পিনিং অলরাউন্ডারের হাতেই। দল জিতে যাওয়ায় ব্যাট হাতে নামতে হয়নি, তবে বল হাতেই যা করেছেন, তাতে সিরিজের দ্বিতীয় ম্যাচ সেরা হয়ে জয়ের নায়ক তো মোসাদ্দেক হোসেন সৈকত।

সর্বশেষ
জনপ্রিয়