ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জয়পুরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে কর্মসূচি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ১ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের মধ্য দিয়ে গতকাল রোববার থেকে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দু’দিন ব্যাপী কর্মসূচি এখানে শুরু হয়েছে।

‘‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যান্য বারের মতো এবারও জয়পুরহাটে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনে ব্যাপক কর্মসূিচ গ্রহণ করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। 

গৃহীত  দু’দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ অক্টোবর যুব ভবন ও যুব সংগঠন এলাকায় পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান। ১ নভেম্বর ’দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” মাদক ও সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা যুব ভবনের হলরুমে অনুষ্ঠিত হবে ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মতিয়ার রহমান।  

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণসহ জেলার শ্রেষ্ঠ সফল যুব সংগঠক ও আত্মকর্মীর মাঝে সনদপত্র প্রদান ও যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোণা অবমুক্ত করা হবে বলে জানান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মতিয়ার রহমান।

সর্বশেষ
জনপ্রিয়