ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জিমন্যাস্টিকসে বাংলাদেশকে আলো দেখাচ্ছেন আলী কাদের

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ০৯:১৮, ৩০ জুলাই ২০২২  

জিমন্যাস্টিকসে বাংলাদেশকে আলো দেখাচ্ছেন আলী কাদের

জিমন্যাস্টিকসে বাংলাদেশকে আলো দেখাচ্ছেন আলী কাদের

কমনওয়েলথ গেমসে জিমন্যাস্টিকসে বাংলাদেশকে আশার আলো দেখিয়েছেন আলী কাদের হক।নিউজিল্যান্ড প্রবাসী এই জিমন্যাস্ট বাছাইপর্বে নিজের বিভাগে ১৩.৭ স্কোর তুলেছেন।

সর্বোচ্চ যেখানে ১৪। মূল পর্বে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

অপর দুইপ্রতিযোগী সাইদ আহমেদ রাফি ও শিশির আহমেদ প্রত্যাশা পূরণ করতে পারেননি।

জিমন্যাস্টিকস কর্মকর্তা হাবিবুর রহমান জামিল জানিয়েছেন, জিমন্যাস্টিকসে বাছাইপর্বে সবগুলো দলকে তিনটি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ১ নম্বর সাব ডিভিশনে। আলী কাদের লড়েছেন ভোল্ট ও ফ্লোর ইভেন্টে। যেখানে ভোল্টে দ্বিতীয়, ফ্লোরে তৃতীয় হয়েছেন তিনি।

আজ দিনভর বাকি দুটি সাব ডিভিশনের খেলা হবে। যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ডের মতো দল আছে। সব মিলিয়ে হবে সেরা আট। যারা মূল পর্বে খেলবে।

আলী কাদের সেরা আটে খেলবে এমনটাই আশা বাংলাদেশের। জামিল বলেন, ‘আমাদের টার্গেট ছিল সেরাটা দেয়া। আশা করছি ভালো কিছু হবে। সেরা আটে যাওয়ার জন্য আলী কাদেরের সম্ভাবনা আছে। এখানে সবারই মূল লক্ষ্য সেরা আটে যাওয়া।’

এদিকে সঁাতারের পুল থেকে আজ ভালো খবর আসেনি। স্যান্ডওয়েলের অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে চার নম্বর হিটে বাংলাদেশের সাতঁারু মাহমুদুন নবী নাহিদ আটজনের মধ্যে হয়েছেন অষ্টম।

হিটেই বাদ পড়া বাংলাদেশের এ সাতঁারু ১০০ মিটার বাটারফ্লাইয়ে পুলে নামবেন ১ আগস্ট। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুই নম্বর  হিটে নামা মরিয়ম আক্তার নিজের হিটে সাত জনের মধ্যে পঞ্চম হয়েছেন।

সর্বশেষ
জনপ্রিয়