ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১৯ সেপ্টেম্বর ২০২১  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই দিনের যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় তার নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে পৌঁছানোর কথা রয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। 

এদিকে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউইয়র্কের জ্যাকসর হাইটস এলাকা শ্লোগানে সরগরম করে রেখেছেন। এক বছরের বিরতির পর প্রিয় নেত্রী আসছেন। তাকে বরণ করে নেওয়ার জন্যে নেতাকর্মীদের মধ্যে উৎসাহের কোনো শেষ নেই। ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে এয়ারপোর্টে হাজির থাকবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ এবার না থাকলেও কর্মসূচিকে সফল করার জন্য সম্ভাব্য সবকিছুই করা হবে। 

সর্বশেষ
জনপ্রিয়