ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

চোখে ময়লা ঢুকলে সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ১৯ ডিসেম্বর ২০২০  

ছবি: চোখে ময়লা গেলে করণীয়

ছবি: চোখে ময়লা গেলে করণীয়

চোখ মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখে সমস্যা হলে পুরো পৃথিবীটাই যেন অন্ধকার। কেননা চোখে সামান্য পরিমাণ ময়লা চোখের পাপড়িই ঢুকে যায় চোখের ভেতর এবং জ্বালা করে। গ্রামগঞ্জে কাঠের গুঁড়ো, ধানের কণা, পাটের আঁশসহ নানা ধরনের জিনিস চোখের মধ্যে ঢোকে। 

এর কোনোটি এমন ক্ষতিকর যে চোখ নষ্টই হয়ে যেতে পারে। তাই চোখে ময়লা ঢুকলে সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক চোখে ময়লা ঢুকলে যা করবেন সে সম্পর্কে- 

যা করবেন
> চোখের মাঝে পানির হালকা ঝাপটা দিতে থাকুন।
> বারবার চোখের পলক ফেলুন।
> আক্রান্ত চোখের পাতার পাপড়ির প্রান্তটি ধরে ওই পাতাটিকে উপরের দিকে ওঠান।
> এরপর চোখে ময়লা খুঁজে পেলে পরিচ্ছন্ন রুমালের কোণা দিয়ে সতর্কতার সঙ্গে হালকাভাবে বের করে আনুন।
> আক্রান্ত চোখের উপরের পাতাকে পাপড়ির প্রান্ত থেকে ধরে নিচের পাপড়ির উপর উঠিয়ে ছেড়ে দিন।

যা করবেন না
> কখনোই চোখ জোরে জোরে ডলবেন না বা ঘঁষবেন না।
> ময়লা হাত দিয়ে চোখ স্পর্শ করবেন না।
> প্রয়োজনে সাবান ও পানি ফিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।
> বড় কোনো বস্তু বা চোখের মধ্যে গেঁথে থাকা কিছু নিজে বের করার চেষ্টা করবেন না।
> শক্ত কিছুর সাহায্যে চোখ থেকে ময়লা বের করার চেষ্টা করবেন না।

সর্বশেষ
জনপ্রিয়