ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রামের ৩৯টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ১১ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের তিন উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া তিন উপজেলায় জেলা প্রশাসনের ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

উপজেলা তিনটি হলো- মিরসরাই, সীতাকুণ্ড ও ফটিকছড়ি। এর মধ্যে ফটিকছড়ি উপজেলার দায়িত্বে রয়েছেন ১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন- রায়হান মেহেবুব, আশরাফুল হাসান, হিমাদ্রী খিসা, নাঈমা ইসলাম, মিল্টন বিশ্বাস, তানভীর হাসান, চৌধুরী এস এম আলমগীর, মামনুন আহমেদ অনীক, রাজীব চৌধুরী, শিরীন আক্তার, মোহাম্মদ আল আমিন সরকার, মোহাম্মদ আতিকুর রহমান, মাজহারুল ইসলাম ও মো. আবু রায়হান।

সীতাকুণ্ড উপজেলায় রয়েছেন ছয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন- তাহমিনা আক্তার, রাজিব হোসেন, আশরাফুল আলম, গালিব চৌধুরী, ফাহমিদা আফরোজ ও মঈন উদ্দিন।

মিরসরাই উপজেলায় রয়েছেন আট নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন- এহসান মুরাদ, জিসান বিন মাজেদ, সজীব কান্তি রুদ্র, মাসুমা জান্নাত, সুবল চাকমা, বিবি করিমুন্নেছা, এস এম এন জামিউল হিকমা ও পিযুষ কুমার চৌধুরী।

৩৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেগুলোতে অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আদালতের আদেশে ফটিকছড়ি উপজেলার লেলাং ও ভক্তপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। সেখানেও সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সবগুলো কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবগুলো ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে।

তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৫৩ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১২৫৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ
জনপ্রিয়