ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

চট্টগ্রামে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২৪ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কঠোরভাবে পালন করা হচ্ছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়ন করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নগরীর বেশিরভাগ রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে।

বৃষ্টির মধ্যেই সেনাবাহিনীকে নগরীর সিটি গেট ও মইজ্জারটেক এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম নগরীতে দায়িত্ব পালন করছেন। 

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার, লাভলেইন, কাজীর দেউড়ী, নিউ মার্কেট, ফিরিঙ্গিবাজার ও নতুন ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে দোকানপাট বন্ধ। তবে মূল সড়কে স্বল্প সংখ্যক রিকশা চলাচল করতে দেখা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নগরীর প্রবেশপথ সিটি গেট ও নতুন ব্রিজ এলাকায় সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া চট্টগ্রাম নগরীতেও সেনাবাহিনী টহল দিতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে পায়ে হেঁটে  চলাচল করতে দেখা গেছে। তবে বেশিরভাগ রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে।  

সর্বশেষ
জনপ্রিয়