ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত সকাল পৌনে ৮টায়

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৭, ৯ জুলাই ২০২২  

জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ।

জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ।

চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

এর বাইরে নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে ঈদুল আজহার প্রধান ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান।

সর্বশেষ
জনপ্রিয়