ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোয়াইনঘাটে দুই নারী শ্রমিক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে দুই নারী শ্রমিক হত্যা মামলায় মখলিছ নামে ৫৫ বছর বয়সী একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় তার স্ত্রী রাহেলা বেগমকে তিন বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। দণ্ডিত মখলিছ গোয়াইনঘাট উপজেলার পাংথুমাই গ্রামের আছকর আলীর ছেলে।

১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি নিজাম উদ্দিন।

তিনি জানান, ২০১৪ সালের ২৫ এপ্রিল উপজেলার পিয়াইন নদীতীরে মুর্তা বেতের বাগানের জমির বিরোধ নিয়ে পাংথুমাই গ্রামের জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম ও আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগমকে হত্যা করে মখলিছ। এ সময় তাকে সহযোগিতা করেন তার স্ত্রী রাহেলা বেগম।

সর্বশেষ
জনপ্রিয়